এই মুহূর্তে জেলা

নারী দিবসে স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শন শ্রীরামপুর বেতার বাণীর।

তরুণ মুখোপাধ্যায় , ৯ মার্চ:- বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রীরামপুর বেতার বাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি খোলা জানালার প্রারম্ভিক প্রদর্শন পর্ব অনুষ্ঠিত হলো শ্রীরামপুর টাউন হল মঞ্চে। সংস্থার ডিরেক্টর প্রদীপ দাস জানালেন একটি শিশুর কাছে তার বাবা-মা হলেন প্রাথমিক শিক্ষক। তারাই প্রথম থেকে ভালো-মন্দের তফাৎ সৎ অসৎ এর মধ্যকার পার্থক্য নিষ্ঠা আদর্শ সততা নিয়ম-শৃঙ্খলা কর্তব্য পরায়ণ ইত্যাদি শিক্ষা শিশুর মধ্যে সঞ্চালিত করতে সাহায্য করে। ওই গুণ গুলির ভিত মজবুত করান শিক্ষক-শিক্ষিকারা। আদর্শ বান লোকেরা চিরকাল পূজিত হন। এই ছবিটার মাধ্যমে সেই কথাটাই তুলে ধরা হয়েছে। উৎকোচের প্রলোভনে মেয়ে পা না দিয়ে নিজে সততা নিষ্ঠা এবং কঠোর সংগ্রামী মানুষিক পরিচয় রেখেছেন ছবির নায়িকা, ছোটবেলা একটা ভুল শিক্ষা নিয়ে যে ভুলটাই তার বাবা-মা শুধরে দিয়েছিলেন শেষ পর্যন্ত আদর্শে আস্থা রেখে সাফল্যের মুকুটটি সায়ন্তনী পরতে পেরেছিল বলে সায়ন্তনী ঘরের ছোট্ট জানালাটা খুলে দিয়ে মুক্ত বাতাসের স্বাদ নিতে পেরেছিল।

সায়ন্তনীর আদর্শের এই জয়টা আমরা উৎসর্গ করলাম আন্তর্জাতিক নারী দিবসে। নারীর ক্ষমতায়ন থেকে নারীর সাফল্যের পথে এগিয়ে দিতে সাহায্য করবে এই আত্ম বাক্যে আস্থা রেখে আন্তর্জাতিক নারী দিবসে শ্রীরামপুর বেতার বাণীর নিবেদন বিশ্বের সমগ্র নারী জাতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো স্বল্প দৈর্ঘ্যের ছবি খোলা জানালার মাধ্যমে। এর সঙ্গে সঙ্গে আজকে নারী দিবস উপলক্ষে সংস্থার পক্ষ থেকে শ্রীরামপুর শহরের যে সমস্ত মহিলারা স্ব-স্ব ক্ষেত্রে কঠিন সংগ্রাম করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছেন তাদের প্রতি সম্মান জানানো হয়।অন্যদিকে শ্রীরামপুর শহর হল একটি ঐতিহাসিক শহর। এর পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ,সেই ইতিহাসকে জনসাধারণের সম্মুখে আনার জন্য একটি গ্রন্থ প্রকাশ করা হলো এদিন। এই গ্রন্থে শ্রীরামপুরের বিভিন্ন লেখকরা এই শহরের যে সমস্ত ঐতিহাসিক স্থান এবং অজানা কাহিনী তুলে ধরেছেন তাদের লেখনীর মাধ্যমে।