এই মুহূর্তে কলকাতা

জেল থেকে মুক্তি পেয়ে আজ বিধানসভায় নওশাদ।

কলকাতা, ৬ মার্চ:- ৪২ দিন পর জেল থেকে মুক্তি পেয়ে আজ বিধানসভায় এসেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্মতলায় দলীয় কর্মসূচিতে অশান্তির ও পুলিশের উপর হামলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত ওই বিধায়ক আজ পৌনে ১১টা নাগাদ বিধানসভা পৌঁছন। সেখানে অন্যান্য সমস্ত দলের সদস্যদের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেন।

বিজেপি বিধায়ক অসীম সরকার নওশাদকে আলিঙ্গন করেন। পরে ভাঙ্গরের আইএসএফ বিধায়ক সরকারের বিরুদ্ধে তোপ দেগে সাংবাদিকদের বলেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে তাঁর লড়াই থামবে না। বাজেট অধিবেশনের প্রথম পর্বে বিধানসভার অধিবেশনে যোগ দিতে না পারার জন্যও তিনি আক্ষেপ করেন।