হাওড়া, ৬ মার্চ:- কাল দোল। প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন। প্রতি বছরের মতো এবারও দোলের আগের দিন ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হয় হোলিকা দহন অনুষ্ঠান। শ্রীমায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘররূপী হোলিকা’কে দহন করা হয়।
দহনের আগে রীতি অনুযায়ী মঠের সন্ন্যাসী অগ্নিদেবের পূজা করেন এবং পূজা শেষে হোলিকায় অগ্নিসংযোগ করে ঠাকুরের নাম জপ করতে করতে হোলিকা প্রদক্ষিণ করেন। এরপর অন্যান্য সন্ন্যাসীরা প্রণাম নিবেদন করে পূজার অর্ঘ্য নিবেদন করেন। হোলিকার পাশে সারিবদ্ধভাবে বসে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা ভক্তিগীতি এবং বসন্তের গান করেন। সবমিলিয়ে দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠের রীতি অনুযায়ী এই অনুষ্ঠান অত্যন্ত ভক্তি এবং আনন্দ সহকারে পালিত হয়।