এই মুহূর্তে জেলা

অনলাইনে পুরীতে হোটেল বুকিং করে প্রতারিত ভদ্রেশ্বরের ব্যবসায়ী।

প্রদীপ বসু, ৩ মার্চ:- এক প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হল ভদ্রেশ্বরের ব্যবসায়ী দিপক দে। ওয়েব সাইড দেখে পুরি যাওয়ার জন্য পার্ক হোটেল বুকিং করে ৬২ বছরের দিপক। পার্ক হোটেল থেকে বলা হয় সব নিয়ম মেনে বুকিং করুন। সেই মত পুরিতে হোটেল বুকিং করেন অগ্রিম ১০ হাজার টাকা দিয়ে।দিপকবাবু সঙ্গে নিয়ে গেছিলেন স্ত্রী, ছেলে ও বৌমাকে।ইউকো ব্যাংকের মাধ্যমে পুরির কানাড়া ব্যাংকে এই টাকা পাঠিয়ে দেয় ভদ্রেশ্বরের ব্যবসায়ী। যখন পুরিতে হোটেলে গিয়ে জানতে চায় আমাদের ঘর দেখিয়ে দিন। ওরা বলে আপনার নামে কোনো বুকিং নেই।কাগজপত্র দেখালে হোটেল থেকে বলা হয়। আপনি প্রতারণার স্বীকার হয়েছেন।

এ সব জাল।এরপর ব্যবসায়ী পরিবারকে নিয়ে পুরির সীবিচ থানায় লিখিত অভিযোগ জানায়। থানার আই সি এব্যাপারটা শুনে তদন্ত শুরু করেন। কিন্তু সঠিক কিছু জানতে পারেননি যে কিভাবে ইনি প্রতারিত হলেন। তারপর অন্য হোটেলে গিয়ে ওঠেন। ২.৩.২০২৩ তারিখে বাড়ি ফিরে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানায় দিপক দে। এই ঘটনার বিস্তারিত তথ্য দিলেন তিনি। তার পুত্রবধূ বৈশাখী বৈশ্য দে বলেন আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম।অনেকটা টাকা চলে গেল। আমরা চাই এরকম যেন কেউ না ঠকে। পুরি বেড়াতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরল ভদ্রেশ্বরের দে পরিবার। এখন দেখা যাক পুলিশ কি করে।