এই মুহূর্তে কলকাতা

আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক ভাবে বাস চালানোর উদ্যোগ নিয়েছে এনবিএসটিসি।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বন্ধ থাকা কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা রুটের এসি বাস পরিষেবা চালু হয়েছে। শিলিগুড়ি থেকে নেপালে বাস চলছে। এরবাইরে এনবিএসটিসি ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশের বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। যাত্রীদের সুবিধায় শীঘ্রই সংস্থা অনলাইনে টিকিট কাটার পদ্ধতি চালু করতে যাচ্ছে। স্মার্ট কার্ডও নিয়ে আসর পরিকল্পনা চলছে।