এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোন পরিকল্পনা নেই সরকারের।

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোন পরিকল্পনা রাজ্য সরকারের নেই। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গতকাল বিধানসভায় একথা জানিয়েছেন। গতকাল অধিবেশনের শেষ লগ্নে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানতে চান। তিনি বলেন ট্রাম কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত। সাম্প্রতিককালে জানা যাচ্ছে সরকার ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। অন্তত কয়েকটি রুটে যাতে ট্রাম চালানো যায় সে ব্যাপারে অধ্যক্ষ সরকারের কাছে আবেদন জানান।

অধ্যক্ষ কে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, মেট্রো রেলের কাজ ও অন্য কিছু কারণে কয়েকটি রুটে ট্রাম চলাচল বন্ধ করা হয়েছে। যে রুট গুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে।যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে। সরকার বিষয়টি দেখছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে আগে শহর কলকাতায় ৪১টি রুটে ৭৬ কিলোমিটার জুড়ে ট্রাম পরিষেবা মিলত। এখন তা কমে মাত্র দু’টি রুটে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে ট্রাম চলাচল করে। ঐতিহ্য ধরে রাখতে সরকার আগামী দিনে শুধু মাত্র চারটি রুটে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।