এই মুহূর্তে জেলা

পুলিশের জালে মোবাইল ছিনতাই চক্র। গ্রেফতার ৩।

হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- হাওড়ার জগাছা থানার পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাই চক্রের পর্দাফাঁস হলো। পুলিশের জালে ৩ দুষ্কৃতি। প্রকাশ্য রাস্তায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল গত ২১ জানুয়ারী। জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ পিঙ্কি ঢাল নামের এক মহিলা (পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা) সাঁতরাগাছি সেতুর কাছে দাঁড়িয়েছিলেন বাসের অপেক্ষায়। তখনই হঠাৎ তার মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিন দুষ্কৃতী পিছন থেকে বাইকে করে এসে মহিলার হাতে থাকা দামী মোবাইল ছিনতাই করে বাইক নিয়ে পালায়।

পরে ওই ঘটনার কথা পুলিশকে জানান ওই মহিলা। এবার ওই মোবাইল ছিনতাই চক্রের পর্দা ফাঁস করেছে হাওড়া সিটি পুলিশ। জগাছা থানার পুলিশ এই চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সাঁকরাইল থানার নাজিরগঞ্জ এলাকার বাসিন্দা। ঐ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতরের প্রযুক্তিগত সহায়তা নিয়ে জাগাছা থানার পুলিশ ওই এলাকায় নজরদারি চালায় ও তিন দুষ্কৃতিকে সনাক্ত করে তাদের গ্রেফতার করে। ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে একটি বাইক ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।