এই মুহূর্তে কলকাতা

ভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করায় বিজেপির বিধায়ককে শিল্পমন্ত্রীর কটাক্ষ, শাসক বিরোধী বাদানুবাদ।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- মাতৃ ভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য বিজেপির মহিলা বিধায়ককে শিক্ষামন্ত্রীর কটাক্ষ করাকে কেন্দ্র করে আজ বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি সদস্য অগ্নিমিত্রা পা বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। উত্তর দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য ওই বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যে কটাক্ষের সুর রয়েছে বলে বিজেপি প্রতিবাদ করলে শাসক-বিরোধীদের বাদানুবাদ শুরু হয়। অগ্নিমিত্রা পাল ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি দশ দিন আগে বিধানসভায় ওই প্রশ্ন জমা দিয়েছেন। বিধানসভায় ইংরেজিতে প্রশ্ন জমা দেওয়াই রীতি। সেখানে কেন তাঁর ইংরেজিতে প্রশ্ন করা নিয়ে কটাক্ষ করা হচ্ছে তা জানা নেই। এ প্রসঙ্গে পাল্টা বছর পাঁচেক আগে দাড়িভিটের ঘটনার প্রসঙ্গও টেনে অগ্নিমিত্রা পাল বলেন, দাড়িভিটের বাংলা ভাষা নিয়ে আন্দোলনকারীদের মৃত্যুর বিচার এখনো হয়নি। এ দিকে বিধানসভায় সামান্য একটি প্রশ্ন বাংলায় না করার জন্য কটাক্ষ করা হচ্ছে।