প্রদীপ বসু, ২০ ফেব্রুয়ারি:- স্কুল থেকে মিড ডে মিলের রাধুঁনি ও কর্মচারীদের বাইরে বের করে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে।অনেক দিন থেকে ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুলে মিড ডে মিলের কাজ করছিল সবনম খাতুন, সুনিতা সিং, অমৃতা সাউ, সঞ্জু মালি। এদের বসিয়ে দেওয়ায় স্কুল গেটের সামনে ধর্ণা দিচ্ছে তারা। একজনের শরীর খারাপ। তাই তিনজনে রয়েছে। এদের অভিযোগ স্কুলের দিদিমণিরা খারাপ ব্যবহার করছে, রান্নার পাশাপাশি বাগান পরিষ্কার থেকে শুরু করে অন্যান্য কাজ করিয়ে চলেছে। খাবার না পাওয়ার কারণে একদিন এরা অনুপস্থিত ছিল।সেদিন দিদিমনিরা রান্না করেছিল।
এদের দাবি অবিলম্বে কাজে নিতে হবে। নতুন একজন কে মিড ডে মিলের কাজের জন্য নেওয়া হয়েছে বলে অভিযোগ করল এরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা না আসার কারণে অন্য এক দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা পায়েল কর্মকার এক সাক্ষাৎকারে জানান প্রধান শিক্ষকা এলে আলোচনা হবে। নতুন কর্মী নেওয়ার কথা এড়িয়ে গেলেন। এই ঘটনা নিয়ে চাপদানি পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মৌসুমি মন্ডল জানান আমার কথা শুনছে না স্কুল কর্তৃপক্ষ। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী। ওরা বলছে মিটিং করবে। আমাকে সেই মিটিং থাকতে গেলে লিখিত দিতে হবে।কাউন্সিলার জানান বিষয়টি নিয়ে চাপদানির পৌরপ্রধান এর সঙ্গে কথা বলবেন। এরা গরিব মানুষ। এদের যাতে কাজ না যায় দেখব।