এই মুহূর্তে জেলা

পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রীরামপুরের বঙ্গ দরবারে।

হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- আজ পুলওয়ামা দিবস ২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় কাপুরুষ্চিত হামলায় আমাদের দেশের ৪৪ জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর থেকে আমরাই দিনটি শ্রদ্ধা সহকারে পালন করি। সেই সমস্ত বীর জওয়ানদের প্রণাম জানাই।

সেই কথা মাথায় রেখে এবারেও আজকের দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুরের এন এস এভিনিউর জনপ্রিয় রেস্তোরাঁ বঙ্গ দরবারে পক্ষ থেকে সেই সমস্ত বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি জ্বালিয়ে। এদিন সন্ধ্যায় বহু মানুষ বঙ্গ দরবারে এসে শহীদ স্মরণে অংশ নেন।