উঃ২৪পরগনা, ৫ ফেব্রুয়ারি:- বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দুহাজার শ্রমিক। অভিযোগ, শনিবার নাইট শিফটে মিল বন্ধ হয়ে যায়। রবিবার সকালে এক ঘন্টা চলার পর ফের মিলে আচলাবস্থার সৃষ্টি হয়। ঠিকা শ্রমিকরা ভেতরে কাজ করলেও, স্থায়ী শ্রমিকদের হুমকি দিয়ে বাইরে করে দেওয়া হয় বলে অভিযোগ। এই মিলের পরিস্থিতি নিয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, ঠিকাদারের মুখোশ পরে দুষ্কৃতীরা ওখানে গুন্ডামি করছে।
ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু স্থায়ী শ্রমিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আর প্রশাসনের লোকজন তামাশা দেখছে। সাংসদের দাবি, প্রশাসনকে সমস্যা মিটিয়ে অবিলম্বে মিল চালুর পরামর্শ সাংসদের।