এই মুহূর্তে জেলা

ভোররাতে হাওড়ার গোলাবাড়িতে শপিং মলে আগুন। কার্নিসে আটকে থাকা নাইট গার্ডকে উদ্ধার। হতাহতের খবর নেই।

হাওড়া , ১৮ জুন:- হাওড়ায় গোলাবাড়ির ডবসন রোডের একটি বহুতল শপিং মলে ( রাঘব প্লাজা ) আগুন। বৃহস্পতিবার ভোররাতে ওই আগুন লাগে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল জানিয়েছে, ওই মলে বিভিন্ন দোকান ছিল। মূলতঃ প্যানেল বোর্ড থেকেই ফলস সিলিংয়ে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কলকাতা থেকেও একটি ইঞ্জিন আনা হয়। আগুনের সময় তীব্র ধোঁয়ায় ভিতরে আটকে পড়েছিলেন শপিং মলের এক নাইট গার্ড। তিনি তীব্র ধোঁয়ায় বাইরে বেরতে না পেরে ছাদের কার্নিসে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। দমকল কর্মীরা এসে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। আগুনে কয়েকটি দোকানের কিছু মালপত্র পুড়ে গিয়েছে বলে শপিং মলের দোকানদারেরা জানিয়েছেন। ফায়ার ব্রিগেডের তরফ থেকে ডেপুটি ডিরেক্টর সনৎ কুমার মন্ডল বলেন,

“ভোররাত ৩-১৫ নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। শপিং মলের নিরাপত্তা কর্মী প্রথমে চাবি খুলতে চায়নি। এতে ভিতরে ঢুকতে প্রথমে কিছুটা অসুবিধা হয়। পরে ওরা আমাদের ঢুকতে সাহায্য করে। এটা পুরোটাই শপিং মল। এখানে বিভিন্ন দোকান ছিল। তবে সেগুলোয় আগুন লাগেনি। শুধুমাত্র ফলস সিলিংয়ে আগুন লাগে। সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কিছু জায়গা থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। পরে তাও নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় এখানকার একজন নাইট গার্ড কার্নিসে আটকে পড়েছিলেন। তাঁকে আমাদের কর্মীরা গিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্যানেল বোর্ড থেকে আগুন লেগেছিল।”