এই মুহূর্তে কলকাতা

মিড ডে মিলের পরিস্থিতি দেখতে ২০ শে জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

কলকাতা, ১৬ জানুয়ারি:- মিড ডে মিলের পরিস্থিতি দেখতে আগামী ২০শে জানুয়ারি রাজ্যে আসছে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল। মিড ডে মিলের মান সহ তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন। যদিও কেন্দ্রীয় দলের সফরের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের এই পরিদর্শনের কোনও সম্পর্ক নেই বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে দাবি করা হয়েছে।

রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের মান নিয়ে সাম্প্রতিককালে বেশ কিছু অভিযোগ উঠেছে। সম্প্রতি মালদহের এক প্রাথমিক স্কুলের মিড ডে মিলের চালে মৃত টিকটিকি ও ইঁদুর পাওয়ার ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে।