হাওড়া, ১৪ জানুয়ারি:- আজ বেলুড় মঠে স্বামীজীর ১৬১তম জন্মতিথি উৎসব পালন হচ্ছে। সকাল থেকেই চলছে নানা অনুষ্ঠান। ভক্তদের ঢল মঠে। আজ ১৪ই জনুয়ারি শনিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড় মঠে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মূলত তিনটি ভাগে অনুষ্ঠান ভাগ করা হয়েছে। ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর স্বামীজীর মন্দিরে বেদ পাঠ ও স্তবগান, বিশেষ পূজা এবং হোমের আয়োজন করা হয়েছে। স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত,
খেয়াল, ধ্রুপদ পরিবেশন হবে। মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভামন্ডপে দিনভর হবে বিবেকানন্দ গীতি, ভক্তিগীতি, স্বামীজীর জীবনী পাঠ এবং পরিশেষে হবে ধর্মসভা। এরই মাঝে ভক্তদের জন্য ভোগ বিতরণের আয়োজন রয়েছে। সবমিলিয়ে প্রতিবছরের মতো বেলুড় মঠে এবারেও স্বামীজীর জন্মতিথি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালিত হচ্ছে। মাঝে গত দু’বছর করোনার প্রকোপে সাধারণ মানুষ এবং ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এবার আর সেই পরিস্থিতি নেই। তাই দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে।