এই মুহূর্তে জেলা

বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস।

হাওড়া, ৮ জানুয়ারি:- বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস। রবিবার সকালে হাওড়া ছাড়ার পর ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে যায় বলে খবর। বগি থেকে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। সেসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল ৯টায় হাওড়া ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। এরপর কারশেড পৌঁছনোর পরই ইঞ্জিনের পিছনে থাকা তিন নম্বর বগির কাপলিং খুলে বিপত্তি ঘটে।

বগি থেকে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। ট্রেনের গতি কম থাকায় যাত্রীরা সকলেই প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল। এদিকে, ঘটনার পর ট্রেনটিকে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বগি পরীক্ষা করে দেখা হয়। এদিনের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার জেরে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়।