হাওড়া, ৩০ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে এসে তিনি বলেন, ১০০ বছর বয়সে মোদিজীর মা প্রয়াত হয়েছেন। একজন আদর্শ নারীর উদাহরণ মোদিজীর মা দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদিজিকে এই শোক সহ্য করার ক্ষমতা প্রয়োগ করুন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদিজীর মায়ের আত্মার সদগতি হোক। মোদিজি দেখিয়ে দিয়েছেন কীভাবে মায়ের প্রতি কৃতজ্ঞতা কর্তব্য প্রদর্শন করা যায় এবং সঙ্গে সঙ্গে দেশসেবাও করা যায়। উনি মায়ের প্রতি কর্তব্য করতেও যেমন ভোলেননি পাশাপাশি দেশের প্রতি কর্তব্য পালন করতেও ভোলেননি। তাই দেশ আজকে সারা বিশ্বের মধ্যে মহান স্থানে রয়েছে।