এই মুহূর্তে জেলা

তৃণমূল কাউন্সিলরের টুরিস্ট প্যাকেজ পছন্দ না হওয়ায় ট্রাভেল এজেন্সিতে চড়াও দলের কর্মীরা।

সুদীপ দাস, ২৭ ডিসেম্বর:- তৃণমূল কাউন্সিলরের ট্যুরিস্ট প্যাকেজ না পসন্দ। ট্রাভেল এজেন্সিতে চড়াও তৃণমূল কর্মীরা। ঘটনায় আতঙ্গিক ওই ট্রাভেল এজেন্সির পরিবার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ফুলপুকুরে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, দিনকয়েক আগে চন্দননগরের ২৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় কুমার সাউ এবং চাঁপদানির এক প্রোমোটার মোট ১০জন আড়াই লাখ টাকার প্যাকেজে কেরালা ঘুরতে যান।

চুঁচুড়া ফুলপুকুরের একটি ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট তাঁদের। কেরালায় পৌঁছে তাঁদের হোটেল পছন্দ হয়নি। পছন্দ হয়নি যাতায়াত ব্যবস্থাও। সে কথা বিনয় টেলিফোনে জানায় স্থানীয় তৃণমূল কর্মীদের। এরপরই চাঁপদানি ও চন্দননগরের জনা তিরিশ তৃণমূল কর্মী চড়াও হয় ফুলপুকুরের ওই ট্রাভেল এজেন্সিতে। বাইকে আগত তৃণমূল কর্মীদের কারোর গাড়িতে টিএমসিপির পতাকা আবার কারোর গাড়িতে লেখা পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ বাহিনী। গোটা এলাকা ফাঁকা করে দেয় পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।