এই মুহূর্তে জেলা

বড়দিনের আগেই আজ থেকে খুলে দেওয়া হলো সাঁতরাগাছি সেতু।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই সংস্কারের পর শুক্রবার ভোর ৫টা থেকে সাঁতরাগাছি সেতু পুনরায় খুলে দেওয়া হলো। আগের মতো দু’দিক থেকেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। জানা গিয়েছিল ২৩ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। সেইমতো সংস্কারের পর আজ শুক্রবার থেকেই খোলা হলো সাঁতরাগাছি সেতু।

পূর্ত দফতর দ্রুত কাজ শেষ করে বড়দিনের আগেই সেতু খুলে দেওয়ার উদ্যোগ নেয়। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সাঁতরাগাছি উড়ালপুলের এক্সপ্যানশান জয়েন্টের সংস্কারের কাজ কাজ শুরু হয়েছিল। এরপর সোমবার পূর্ত দফতরের পদস্থ ইঞ্জিনিয়ররা সেতু পরিদর্শন করে বড়দিনের আগেই চালু করার ছাড়পত্র দিয়েছিলেন।