এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে নজর রাখলেও, এখনই বিধি-নিষেধ জারি করার পরিকল্পনা নেই সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে।

নতুন করে রাজ্যে করোনা ছড়ালে কিভাবে তার মোকাবিলা করা হবে ওই কমিটিই তার পথ খুঁজবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বড়দিন, ইংরাজী বর্ষবরণ বা গঙ্গাসাগর মেলায় করোনার জন্য় আলাদা করে কোনও বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা সরকারের নেই।