এই মুহূর্তে জেলা

হোলি হোমের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনে পরিবহন মন্ত্রী।

তরুণ মুখোপাধ্যায় , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার অন্যতম সেরা ইংরেজি মাধ্যম স্কুল শ্রীরামপুরের হোলি হোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিন সকালে স্বরাজ মুখোপাধ্যায় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী, এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পুরসভার পৌর প্রধান গিরিধারী সাহা বৈদ্যবাটি পুরসভার পুর প্রধান পিন্টু মাহাতো এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার।

অত্যন্ত রঙিন এই অনুষ্ঠান দেখতে অভিভাবকরা ছাড়া স্থানীয় এলাকার বহু ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বলতে গিয়ে হোলি হোম স্কুলের কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায় জানান এই জেলার অন্যতম সেরা এই স্কুলটি দীর্ঘ ৩৮ বছর ধরে শিক্ষাক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। আমাদের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধে না থেকে শরীরচর্চা এবং খেলাধুলা তেও বিশেষ পারদর্শী ।প্রতিবছর বিভিন্ন স্কুল স্পোর্টস গেমসের অনুষ্ঠানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে সাফল্য পেয়েছে। আগামী দিনে ও আমাদের প্রচেষ্টা থাকবে হোলি হোম স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশুনার সঙ্গে সঙ্গে খেলাধুলাতেও সমান পারদর্শী হয়ে উঠবে।