হুগলি , ১ জুলাই:- আজ ঐতিহাসিক মাহেশের উল্টোরথ । অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে রথযাত্রা। আজ সকালে মঙ্গল আরতির পর ভোগ দেওয়া হয় ভগবান মহাপ্রভু কে । এখানে যে অস্থায়ী মাসির করা হয়েছে সেখান থেকে প্রভু জগন্নাথ দেবকে মূল চাতালে নিয়ে আসা হবে। এ ব্যাপারে বলতে গিয়ে জগন্নাথ-দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন যে যেহেতু করোনার একটা মহামারী চলছে, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশ আছে সোশ্যাল ডিস্ট্যান্স মেন্টেন করার। তারই জন্য গুটিকয়েক ভক্ত আজ সকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন করেন ।
তারপর বেলা তিনটার সময় মাসির বাড়ি থেকে সোজা রথের দিন যে নারায়ণ শিলা জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল তাকে শোভাযাত্রা করে পদব্রজে নিয়ে আসা হবে এবং ভক্তগণ সেই নারায়ন শীলাকে তিনবার রথকে প্রদক্ষিণ করে মূল মন্দিরের নিয়ে আসবেন ভক্তরা । পিয়াল বাবু জানান এবছর উল্টোরথ অনাড়ম্বরভাবে হচ্ছে যেখানে ঐতিহাসিক মাহেসে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেখানে এ বছর সবকিছু বন্ধ। পৃথিবী স্তব্ধ হয়ে গেছে মরণব্যাধি প্রকোপে । আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি আগামী বছর তিনি যেমন পৃথিবীকে করোনা মুক্ত করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন।