হাওড়া, ২১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। দিনকয়েক আগে সাংবাদিকদের তা জানিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তবে সেটা কবে খুলবে তা পিডব্লুউডি জানাবে বলে জানিয়েছিলেন তিনি। জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। চলতি সপ্তাহে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যেই সেতু সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।
শুক্রবার থেকেই খুলে যাবে সাঁতরাগাছি সেতু। পূর্ত দফতর দ্রুত কাজ শেষ করে বড়দিনের আগেই সেতু খুলে দেওয়ার উদ্যোগ নেয়। প্রসঙ্গত, ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি উড়ালপুলের ২১টি এক্সপ্যানশান জয়েন্টের সংস্কারের কাজ কাজ শুরু হয়েছিল। এরপর কাজ প্রায় শেষের মুখে সোমবার পূর্ত দফতরের পদস্থ ইঞ্জিনিয়ররা সেতু পরিদর্শন করে বড়দিনের আগেই সেতু চালু করার ছাড়পত্র দিয়েছেন বলে জানা গেছে।