এই মুহূর্তে জেলা

শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হাওড়ায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ বিজেপির।

হাওড়া, ২১ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর আবাস যোজনার খসড়া তালিকায় যোগ্য প্রাপকরা বঞ্চিত কেন ? যাদের প্রকৃত প্রয়োজন তাঁদের নাম নেই সেই তালিকায়। উল্টে তালিকায় নাম রয়েছে যাদের, তাঁরা এই প্রকল্পের সুবিধা লাভের যোগ্য নন বলে অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে বুধবার সকালে হাওড়ার মাকড়দহ ১ নং

পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির অভিযোগ, প্রকৃত প্রাপকদের নাম বাদ দিয়ে শাসক ঘনিষ্ঠ বা তাদের আত্মীয়দের নাম ঢোকানো হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার খসড়া তালিকায়। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই নিয়ে হাওড়ার মাকড়দহে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।