এই মুহূর্তে কলকাতা

দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ।

কলকাতা , ২০ ডিসেম্বর:- দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ। সঙ্গতভাবেই এবার শীত উত্সবের উদযাপন হবে দ্বিগুণ। সেই উত্সবের ঘণ্টা বেজে যাচ্ছে বুধবার থেকেই। এদিনই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উত্সব এবার বারো বছরে পা দিচ্ছে। তার আগেই অবশ্য ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। আলোর রোশনায় ঝলমল করছে পার্কস্ট্রিট,অ্যালেন পার্ক,ক্যাথেড্রাল রোড। এর পাশাপাশি সেজে উঠেছে বো ব্যারাকও। এই বছর বো ব্যারাকও ক্রিসমাস কার্নিভালের অংশ। হেয়ারস্ট্রিট থেকে বউবাজার থানার মাঝে এক সরু গলি, ঢুকলেই দেখা যাবে রাস্তার দু’পাশে সারি সারি লাল বাড়ি। আলোর রোশনায় সেজে উঠেছে বো ব্যারাক। তার সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজ। সরু গলির এক পাশে বিক্রি হচ্ছে কেক আর রেড ওয়াইন

।প্রশাসনিক সূত্রে খবর ক্রিসমাস কার্নিভালে নজর কাড়তে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে গানবাজনা। কলকাতা পুলিশ ২৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠান করবে। চার্চের গায়করা ইংরেজি হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন। এছাড়াও ক্যামাক স্ট্রিটে আয়োজিত হবে বাসকারস মিউজিক্যাল প্রোগ্রাম। পার্কস্ট্রিট কিংবা বো ব্যারাক নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের বেশ কিছু জায়গায় এই ক্রিসমাস কার্নিভাল হবে। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণগর এবং বারুইপুরের চার্চেও ক্রিসমাস কার্নিভাল পালিত হবে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, আসানসোল, হাওড়া, বিধাননগর এবং ঝাড়গ্রামের পুলিশ কমিশনারেটগুলিতেও ২১ ডিসেম্বর থেকে ক্রিসমাস কার্নিভাল শুরু হবে। তবে এটি চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই রাজ্যের চার্চগুলো সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।