এই মুহূর্তে কলকাতা

আগামীকাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে আগামীকাল। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবেন। এখানে এসে তিনি বিজেপির সদর দপ্তরে গিয়ে রাজ্যকমিটির সঙ্গে বৈঠক করবেন। আগামী কাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাসহ একটি প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাইস চেয়ারম্যান। তিনি থাকছেন বৈঠকে। থাকছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

বিহার থেকে থাকছেন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওডিশা থেকে আসছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও চার রাজ্যেরই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থাকছেন। এ রাজ্য থেকে মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ছাড়াও থাকচেন সেচসচিব প্রভাত মিশ্র। এই বৈঠককে কেন্দ্র করে শুক্রবার থেকেই নবান্ন সভাঘর ও নবান্ন ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব দুজনের নবান্ন সভাঘরে গিয়ে নিরাপত্তা ও বৈঠকের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওডিশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। আন্তঃরাজ্য সীমান্তে পরিবহন, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করা হয় এই কাউন্সিলের বৈঠকে। আজকের বৈঠকে জিএসটির বকেয়া অর্থ নিয়েও আলোচনা হতে পারে।