হুগলি , ১৪ ডিসেম্বর:- পুরনো স্কুল ভেঙে সেই স্কুল নতুন ভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করল ভদ্রেশ্বর পৌরসভা। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মুকারাম গলি লেনের ১২ নং ওয়ার্ড এ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কুল জহরলাল নেহেরু বিদ্যাপীঠ এত দিন প্রাইমারি স্কুলে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছিল।কিন্তু স্কুলটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় বিপদ হতে পারত। তেলিনিপাড়ার এই স্কুল নতুন ভাবে করার জন্য ভেঙে ফেলা হচ্ছে।আর বুধবার ভিত পুজো হয়ে গেল।সব থেকে বেশি আকর্ষণ করল হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের দুভাবে ভিত পূজার অনুষ্ঠান।
একদিকে পুজো অন্যদিকে ফাতিয়া খানি।ভিত পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপ পৌরপ্রধান ফিরোজ খান, সি আই সি প্রকাশ গোস্বামী ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মহ আলম সহ অন্যান্য কাউন্সিলর ও ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।এক স্বেচ্ছাসেবী সংস্থা রাউন্ড টেবিল অফ ইন্ডিয়ার সহ যোগিতায় ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে এই স্কুল প্রাইমারি থেকে হাইস্কুলে পরিণত হতে চলেছে।হিন্দি ও উর্দু মিডিয়াম ছাত্র ছাত্রীরা এই স্কুলে একই সাথে পড়াশুনা করে।এই উদ্যোগে খুশি সকলে।