সুদীপ দাস, ১৩ ডিসেম্বর:- ভোল্টেজ বিভ্রাট, খারাপ হল টিভি, ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী। বিদ্যুত দপ্তরের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিদ্যুত দপ্তরের কর্মীরা কাঠগোলা এলাকায় রক্ষানাবেক্ষনের কাজ করতে আসে। কাজ চলাকালীনই সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই একাবাসীদের ঘরের সুইচবোর্ডে অগুনের ফুলকি বের হয়। কিছুক্ষনের মধ্যেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকায়। দুপুরে ফের বিদ্যুত দপ্তরের কর্মীরা এসে গোলযোগ ঠিক করেন। বিদ্যুৎ সংযোগ প্রতিস্থাপিত হওয়ার পরই তাঁরা বুঝতে বেশিরভাগ বাড়িতে লাইট, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মত বৈদ্যুতিক যন্ত্রগুলি আর সচল নেই।
বিদ্যুৎ বিভ্রাটের জেরেই দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি বিকল হয়ে গেছে। এরপরই স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। তাঁরা ক্ষতিপূরণের দাবী তোলে। স্থানীয়দের বক্তব্য সময়ের একদিন পর বিদ্যুৎ বিল জমা দিতে গেলে যখন জরিমানা ধার্য্য করা হয়, তখন নিজেদের ভুলের মাশুল বিদ্যুত দপ্তরকেই দিতে হবে। পরিস্থোতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের মধ্যস্থতায় বিদ্যুত দপ্তরে রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বে থাকা কোম্পানির এক প্রতিনিধি এসে উপস্থিত হয়। ওই প্রতিনিধির কথামত বাঁদরের লাফালাফিতেই নিউট্রলের তার ছিঁড়ে এই বিপত্তি। এটা প্রকৃতিক বিপর্যয়ের মতই। তবে ক্ষতিপূরণের জন্য স্থানীয়দের বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলার পরামর্শ দেন ওই প্রতিনিধি।