এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল গঠনে বিরোধী দলনেতাকে ফোন পরিষদীয় মন্ত্রীর।

কলকাতা, ৬ ডিসেম্বর:- নদী ভাঙনের সমস্যা সহ রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদল প্রতিনিধি দল গঠনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছেন। বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারপক্ষের ৫ এবং বিরোধী পক্ষের ৪ বিধায়কের প্রতিনিধি দল গঠন করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে যাওয়ার কথা। পরিষদীয় মন্ত্রী মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন, বিজেপির তরফে ওই প্রতিনিধি দলে কোন কোন বিধায়ক থাকবেন তা জানতেই তিনি বিরোধী দলনেতা কে ফোন করেছিলেন।বিরোধী দলনেতা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃণমূল মুখ্য সচেতক নির্মল ঘোষ ‘বাংলার বকেয়া আদায়’ নিয়ে প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক হয়েছে, রাজ্যের । বলা হয়েছিল, বাংলার উন্নয়নের স্বার্থেই বকেয়া আদায় করতে শাসক এবং বিরোধীদের একসঙ্গে দিল্লি যেতে হবে। বিরোধীদের কারা যাবেন, তা জানতে শোভনদেব ফোন করেছিলেন শুভেন্দুকে। তিনি জানান, দিল্লির কাছে রাজ্য সরকার আনুষ্ঠানিক ভাবে যে প্রস্তাব জমা দিতে চাইছে বিরোধী দলনেতা সেই প্রস্তাবটি তাঁদের কাছে পাঠাতে বলেছেন। প্রস্তাব পাঠালেই একদিনের মধ্যে নিজেদের চূড়ান্ত মতামত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য আবাস যোজনা, সড়ক যোজনা, জল মিশন প্রকল্প এবং জিএসটি থেকে রাজ্যের প্রাপ্য ইতিমধ্যেই মিটিয়েছে কেন্দ্র। এবার বাকি থাকা বিপুল সংখ্যক বকেয়া আদায়ে উদ্যোগী রাজ্য।