হাওড়া, ৬ ডিসেম্বর:- বর্তমানে সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ চলছে। সেখানে ইলেকট্রিকের কাজ চলার সময়ে মঙ্গলবার সকালে আহত হন এক কর্মী। এদিন লাইট খোলার কাজ চলছিল। সেই কাজ নির্বিঘ্নে শেষ হলেও ইলেকট্রিকের তার খুলে পড়ে বিপত্তি ঘটে। আহত কর্মীকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। ওই আহত কর্মীর নাম নিরঞ্জন দাস (৫২)।
তিনি জগাছার জিআইপি কলোনির বাসিন্দা বলে জানা গেছে। এদিন সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই কর্মীর দাবি কাজ চলার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তাই বড়ো কোনও বিপদ ঘটেনি।