এই মুহূর্তে জেলা

দুর্নীতির অভিযোগে শাসকদলের উপ প্রধানের ইট ভাটায় তালা দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।

দেগঙ্গা, ৫ ডিসেম্বর:- দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলের পঞ্চায়েত উপ প্রধানের ইটভাটাতে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বেনাপুর এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ নুরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রব এলাকায় একাধিক দুর্নীতি কাজ করছেন পাশাপাশি তার ইটভাটাতে বিদ্যাদরী নদী থেকে মাটি চুরি করে সেই মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে। দীর্ঘ ১০ বছর ধরে তিনি উপপ্রধান তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা প্রতিবাদ করলে গত পরশুদিন রাতে কয়েকজন যুবককে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে মারধর করে। আর তার প্রতিবাদে গ্রামবাসীরা আজ সকালে নুর নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ইটভাটাতে তালা মেরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে দে শগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইট ভাটার তালা খুলে দেয়। এই নিয়ে দেগঙ্গায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বারাসাত সাংগঠনিক জেলার বিজেপ সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন নুরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রব দশ বছর ধরে গ্রাম পঞ্চায়েতে দায়িত্বে রয়েছেন। তিনি দুর্নীতিগ্রস্ত যারা তার ইট ভাটাতে তালা মেরেছে এতদিন তাদের কাছ থেকে তোলাবাজির টাকার ভাগ পেতেন এখন আর কাটমানির ভাগ পাচ্ছেন না বলে তাদেরকে সমাজবিরোধী বলে দাবি করছেন। এই ধরনের ঘটনা চলতে থাকবে যতদিন না তৃণমূল সরকারের অবসান হবে। এদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নুরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রব। তিনি জানান আমান বিশ্বাস ও লালটু বিশ্বাস নামে এলাকার দুই যুবক দীর্ঘদিন উপ প্রধানের অনুগামী পরিচয় দিয়ে ওই এলাকা থেকে তোলাবাজি করছিল। উপপ্রধান তার প্রতিবাদ করেন এবং তাদেরকে ঠিকমতো পাত্তা দেন না সেই কারণে তারা উপ প্রধানের উপরে আমলা চালানোর চেষ্টা করে এবং ইটভাটাতে তালা মেরে দেয়। ভারতীয় জনতা পার্টি ও গ্রামবাসী যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।