এই মুহূর্তে জেলা

স্কুলে তালা দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের।

মহিষাদল, ১ ডিসেম্বর:- নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের রামবাগ দক্ষিণপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দূরগন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল,এমনকি নোংরা দুরগন্ধ জলের উপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে। দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার স্কুলের গেটে তালা দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল পড়ুয়া থেকে অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ

স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এই ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। স্থানিয় বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, এই সমস্যা দূর করার জন্য আমরা স্থানীয় মানুষের সাথে আলোচনা করেছি। স্কুলের চারপাশে বাড়ি তৈরি হয়ে যাওয়ার কারনে ড্রেন ব্যবস্থা করা যাচ্ছে না। যাতে দ্রুত সমস্যা দূর করা যায় তার ব্যবস্থা কর হচ্ছে। এদিন তড়িঘড়ি করে পঞ্চায়েত সমিতিতে বৈঠকে বসেন বিধায়ক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা।