সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত অভিযানে অংশগ্রহনকারী বিজেপি সদস্যদের ফুল-মিষ্টি দিয়ে বরণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের। ঘটনাটি চুঁচুড়া-মগরা ব্লকের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের। আজ ব্যান্ডেল পঞ্চায়েত অভিযানের ডাক দেয় বিজেপির ব্যান্ডেল মন্ডল। সেইমত সকাল ১১টা নাগাদ লিচুবাগান মোড় থেকে মিছিল করে ব্যান্ডেল পঞ্চায়েতফর্যন্ত যায় মিছিল। পঞ্চায়েতের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানোর পর ৬জনের এক প্রতিনিধি দল সাত দফা দাবিসম্বলিত স্মারকলিপি দিয়ে পঞ্চায়েতে যায়। পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান সহ দুঁদে সদস্যরা আগে থেকেই উপস্থিত ছিলেন। বিজেপির প্রতিনিধি দল এক এক করে সাতটি দাবিই তুলে ধরেন।
প্রতিটি দাবির জবাব দেন পঞ্চায়েত সদস্যরা। ইতিমধ্যেই সকলেকে চা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। চা এর পর আসে মিষ্টি। সবশেষে বেরিয়ে যাওয়ার আগে বিজেপি সদস্যদের হাতে পুষ্পস্তবক তুলে দেন প্রধান, উপ-প্রধান সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এবিষয়ে বিজেপির ব্যান্ডেল মন্ডল সভাপতি প্রভাত গুপ্তা বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই আমাদের ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধনা জানাল। যদিও এবিষয়ে ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নীতু সিং বলেন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সকলের সাথে সৌজন্যতা দেখাই। কিন্তু বিজেপির মধ্যে সেটা নেই। তাই ওরা বলছে যে আমরা ভয় পেয়ে গেছি।