এই মুহূর্তে কলকাতা

নদী ভাঙ্গন সমস্যা নিয়ে, দিল্লী যাচ্ছেন বিধানসভার এক প্রতিনিধি দল।

কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বিধানসভার এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। ১২ সদস্যের ওই প্রতিনিধি দলের সরকারপক্ষের সাতজন ও বিরোধী দলের পাঁচজন বিধায়ক থাকবেন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ নদী ভাঙনের সমস্যা নিয়ে একটি প্রস্তাব আনেন।প্রস্তাবটি উত্থাপন করে শোভনদেব বাবু বলেন, গঙ্গা ,পদ্মা ,ভাগিরথীর ভাঙনে মালদা মুর্শিদাবাদ নদীয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ বিপর্যস্ত।রাজ্য সরকার সব ধরনের চেষ্টা করে চলেছে। অর্থ ব্যয় করেছে।

কিন্তু এত বড় ভাঙ্ন একা রাজ্য সরকারের পক্ষে রোখা সম্ভব না। ভাঙ্গন নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লি যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাব মেনে শাসক ও বিরোধীদের একযোগে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা উচিত। এই প্রস্তাবকে সমর্থন করে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে যেকোনো উদ্যোগের সঙ্গে তাঁরা আছেন রাজ্য বিধানসভা যে সিদ্ধান্ত নেবে তা তাঁরা মানতে প্রস্তুত আছেন। এরপরেই অধ্যক্ষ ওই প্রতিনিধি দল তৈরির কথা ঘোষণা করেন। তার আগে প্রস্তাবের ওপর আলোচনা অংশ নেন মন্ত্রী পার্থ ভৌমিক, মানস ভূঁইয়া বিরোধী বিজেপি র শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি প্রমুখ।