এই মুহূর্তে জেলা

তৃণমূলের মূল লড়াই বিজেপির সঙ্গে, হাওড়ায় মন্তব্য ঋতব্রত’র।

হাওড়া, ২৬ নভেম্বর:- বালিতে মাত্র দু’সপ্তাহ আগেই সিটু’র হাওড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তীব্র আক্রমণ করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার বিকেলে বালিতেই পাল্টা জনসমাবেশ করে সেই রাজনৈতিক আক্রমণের জবাব দিল তৃণমূল।মহঃ সেলিমকে পাল্টা দিতে শনিবার আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বালিতে এনে জনসভা করে তৃণমূল। শ্রমিক স্বার্থ বিরোধী কেন্দ্রীয় মোদী সরকারের বাংলার প্রতি বঞ্চনা, বাংলার ১০০ দিনের কর্মীদের বকেয়া বেতনের দাবিতে হাওড়া জেলা সদর আইএনটিটিইউসি এর ডাকে শনিবার বালির এসি ফুটবল মাঠে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওই জনসভার আয়োজন করে। আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে মহঃ সেলিমের বক্তব্য খন্ডন করেন।

সিপিএমকে দুধ ভাত সাইড লাইনের ধারের দল বলেও কটাক্ষ করেন ঋতব্রত। এদিন ঋতব্রত একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সার্বিক উন্নতির প্রশংসা করে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরেন, পাশাপাশি কেন্দ্রের নীতির কারণে বাংলার বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধেও সোচ্চার হন। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে তাজপুরে যে গভীর সমুদ্র বন্দর হতে চলেছে তা আগামী দিনে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এদিন বালি এসি মাঠে আয়োজন করা হয়েছিল আইএনটিটিইউসির ওই সমাবেশ। সমাবেশে ঋতব্রত ছাড়াও তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান লগনদেও সিং, সভাপতি কল্যাণ ঘোষ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী, গৌতম চৌধুরী, আইএনটিটিইউসি হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।