সুদীপ দাস, ২১ নভেম্বর:- বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ব্যান্ডেলের নলডাঙ্গা মাঠে আজ সকালে সুতোলি প্যাচানো তিন-তিনটি বোমার ন্যায় জিনিস দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান সেগুলি বোমা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সামনেই প্রাথমিক বিদ্যালয়।
তাই ওই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসীরা। যদিও পঞ্চায়েত নির্বাচনদর আগে এই ধরণের ঘটনায় বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। বিজেপির হুগলী সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের। যদিও এবিষয়ে এলাকার পঞ্চায়েত প্রধান তৃণমূলের বিদ্যুৎ বিশ্বাসের পাল্টা অভিযোগ এই ঘটনার সাথে বিজেপি জড়িত।