এই মুহূর্তে কলকাতা

আগামী বুধবার শপথ নিতে চলেছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা, ২০ নভেম্বর:- দুদিন আগেই নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য। সব ঠিক থাকলে আগামী বুধবার থেকেই কলকাতার রাজভবন নতুন নতুন কর্তাকে পেতে চলেছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর ওই কথোপকথনের মধ্যে দিয়েই শপথ গ্রহণের দিন স্থির হয়েছে।স্থির হয়েছে আগামী বুধবার বাংলার নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিতে চলেছেন এই প্রাক্তন আইএএস অফিসার। মঙ্গলবার রাতেই তিনি কলকাতায় চলে আসছেন। বুধবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্তমান রাজ্যপাল লা গণেশন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ। উপস্থিত থাকবেন রাজ্যের বেশ সাংসদ ও বিধায়ক। থাকবেন গুরুত্বপূর্ণ দফতরের সচিবেরাও।

বাংলার নয়া রাজ্যপাল হিসাবে মনোনিত হয়েই রাজ্যের জন্য বার্তা দিয়েছিলেন সি ভি আনন্দ বোস। জানিয়েছিলেন, ‘এটি একটি মহান রাজ্য। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাজে লাগতে পারব ভেবে দারুণ লাগছে। আমি রাজ্যপালের পদকে মোটেও বড়সড় কোনও পদ বলে মনে করি না। বরং রাজ্যবাসীর উন্নয়নে যাতে নিজেকে নিয়োজিত করতে পারি, সেই সুযোগ এটি।’ পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন শ্রদ্ধেয় ও নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দেখি। আমার মন খোলা। নিরপেক্ষতা রেখেই ওঁর সঙ্গে কাজ করব। যদি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সংবিধানের সীমার মধ্যে থাকেন, তা হলে কোনও সমস্যাই হবে না। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যপালের একমাত্র বিবেচনার মানুষ। দুটি সম্পূর্ণ আলাদা সত্ত্বা।’ তৃণমূলের তরফেও রাজ্যপালের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, নয়া রাজ্যপাল সংবিধান মেনে নিরপেক্ষ ভাবে কাজ করবেন এমনটাই তাঁরা আশা করেন।