এই মুহূর্তে কলকাতা

মহিলাদের সুরক্ষা জোরদার করতে, যাত্রীবাহী গাড়িতে প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।

কলকাতা, ১৬ নভেম্বর:- নারী সুরক্ষাকে মজবুত করার থেকে আর এক বড়সড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রাজ্যের মধ্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী গাড়িতে মহিলাদের সুরক্ষা আরও জোরদার করে তুলতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। যে সব যাত্রীবাহী গাড়ি এই পদ্ধতি লাগু করবে না সেই সব গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। সরকারি ও বেসরকারি বাস, অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে। একই সঙ্গে ওই সব যানে লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো ও তা সচল রাখাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে এই নতুন নির্দেশিকা কার্যকর করতে হবে। দিল্লির নির্ভয়াকাণ্ড কার্যত গোটা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল।

শীতের রাতে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের সেই ঘটনার পরেই কেন্দ্র সরকার যাত্রীবাহী গাড়িগুলিতে মহিলাদের নিরাপত্তা বাড়াবার জন্য সব রাজ্যকেই বিশেষ ভাবে নজর দিতে বলেছিল। সেই সূত্রেই সমস্তরকমের যাত্রীবাহী গাড়িতে প্যানিক ব্যটন ও লোকেশন ট্র্যাকিং ডিভাইস ইনস্টল ও তা সচল রাখার বিষয়টি কার্যকর করার কথা জানায়। মাঝে কোভিডের কারণে এই সিদ্ধান্ত বলবৎ হয়নি। কিন্তু এখন এই সিদ্ধান্ত লাগু করতে আর সময় নষ্ট করতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্য পরিবহণ দফৎর কার্যত জানিয়ে দিয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবরকমের যাত্রীবাহী গাড়িতে প্যানিক ব্যটন ও ভিএলটিডি লাগাতে হবে ও তা সচল রাখতে হবে। বাস, ট্যাক্সি, অটোর পাশাপাশি দুই চাকার ক্যাব বাইক ও ই-রিকশাতেও লাগু করতে হবে বলে জানিয়ে দিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ দফতর জানিয়েছে, যাত্রীদের বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই নির্দেশ দিয়েছে। এই নিয়ম মানা না হলে যাত্রীবাহী গাড়িরগুলির রুট পারমিট এবং ফিটনেস সার্টিফিকেট আটকে রাখা হবে বলেও জানানো হয়েছে।