এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করতে প্রস্তুত, জানালো তথ্যপ্রযুক্তি দপ্তর।

কলকাতা, ১৫ নভেম্বর:- সারা রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করার রাজ্য সরকার প্রস্তুত রয়েছে বলে তথ্য প্রযুক্তি দফতর জানিয়েছে। কেন্দ্রের সংশোধিত নীতির সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যে ৫জি পরিষেবার পরিকাঠামো তৈরির সহায়ক পরিবেশ গড়ার খসড়া নীতি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের সর্বত্র কীভাবে দ্রুত ৫জি পরিষেবা চালু করা যায় সম্প্রতি তা নিয়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের তরফে বিশেষজ্ঞদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব রাজীব কুমার জানান, ৫জি পরিষেবা প্রদানের ক্ষেত্রে টাওয়ার বেশি সংখ্যায় বসাতে হবে। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আর মোবাইল টাওয়ার বসানোয় জেলার জেলাশাসক এবং পুরসভা কেন্দ্রীয়ভাবে অনুমতি দিলেই টাওয়ার বসানো যাবে।

স্থানীয় কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, সাংসদ বা বিধায়ক কারোর কাছ থেকেই আর কোনও অনুমতি নিতে হবে না। তবে কোনও বেসরকারি সম্পত্তির ওপর টাওয়ার বসাতে সংশ্লিষ্ট জমির মালিকের অনুমতি থাকা আবশ্যিক। এরপর অনলাইনে আবেদন করলেই তা মঞ্জুর হবে। বেসরকারি জমিতে টাওয়ার বসানোর জন্য সরকারকে শুল্ক দিতে হবে না। মোবাইল পরিষেবার জন্য সরকারি পোল ব্যবহার করলে বছরে ১০০ টাকা ভাড়া দিতে হবে। সরকারি জমিতে নিজেরা পোল বসালে বছরে ফি দিতে হবে ১০০০ টাকা। রাজ্য এবং জেলা স্তরে এই কাজ দেখভাল করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই সরকারি কমিটিই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তিনি আরও জানান, ফাইবার অপটিক কেবল বসাতে টেলিকম সংস্থাগুলিকে রাস্তা খুঁড়তে হয়। রাস্তাকে আগের রূপে ফেরাতে পূর্ত দফতরের নির্ধারিত খরচের টাকা মেটাতে হবে। কোনও সংস্থা চাইলে নিজেরাও রাস্তা সারিয়ে দিতে পারে।