এই মুহূর্তে জেলা

এজিএম পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ। ঝাড়গ্রামের বাসিন্দা ট্রেন যাত্রীকে পাকড়াও করলো রেল সুরক্ষা বাহিনী।


হাওড়া, ১৪ নভেম্বর:- নিজেকে দক্ষিণ পূর্ব রেলের এজিএম পরিচয় দিয়ে দূরপাল্লার ট্রেনের এসি কোচের দ্বিতীয় শ্রেণীতে ভুয়ো পরিচয়ে ভ্রমণের অভিযোগে আরপিএফের হাতে পাকড়াও হলেন এক যাত্রী। দূরপাল্লার ট্রেনে ভুয়ো পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করছিলেন তিনি। ঘটনাটি ঘটে রবিবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-কুরলা এক্সপ্রেসে। আরপিএফ সূত্রে জানা গেছে, সৌরিশ বন্দ্যোপাধ্যায় নামের ঝাড়গ্রামের বাসিন্দা ওই যাত্রী নিজেকে দক্ষিণ পূর্ব রেলের এজিএম পরিচয় দিয়ে ট্রেনের এসি কোচের দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করছিলেন।

তাঁর কাছে কোনও বৈধ টিকিটও ছিল না। টিকিট পরীক্ষক এসে যখন তাঁর কাছ থেকে টিকিট দেখতে চান তখন তিনি কোনও টিকিট দেখাতে পারেননি। উল্টে পরিবর্তে তিনি একটি ভুয়ো পরিচয়পত্র দেখান। পরিচয়পত্র দেখেই সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। এরপর ঝাড়গ্রাম স্টেশনের কাছে ট্রেন আসতেই তাঁকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। এই প্রতারণার ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।