কলকাতা, ১৪ নভেম্বর:- রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ১০ লক্ষ পড়ুয়ার ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়েছে।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতীকী ভাবে কয়েকজন পড়ুয়ার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। তিনি বলেন, করোনার সময় যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশোনায় অসুবিধা হত, তখনই তাদের অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই ১৭ লক্ষ ছেলেমেয়ে ওই টাকা পেয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে এ রাজ্য অনেকটাই এগিয়ে আছে।
২০১১ থেকে ২০২২ এর মধ্যে ৩০টি বিশ্ব বিদ্যালয় তৈরি হয়েছে। আইএস-আইপিএস ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ৫১টি নতুন কলেজ, ৭ হাজার নতুন স্কুল, ২ লক্ষের বেশি শ্রেণিকক্ষ তৈরি হয়েছে। সাঁওতালি মিডিয়াম তৈরি হয়েছে, ৮০ লক্ষের বেশি কন্যাশ্রী পেয়েছেন, ১ কোটির বেশি ছেলে সবুজ সাথীর সাইকেল পেয়েছেন। তা স্বত্বেও বিরোধী দল এবং গণমাধ্যমের একাংশ রাজ্য সরকারের লাগাতার সমালোচনা করে চলেছে। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়। সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।