এই মুহূর্তে জেলা

রাষ্ট্রপতিকে নিয়ে এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।

হাওড়া, ১২ নভেম্বর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। শনিবার বিকেলে হাওড়া স্টেশনে এসে তিনি বলেন, মহিলাদের সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক মহিলাদের জায়গা দিয়েছেন। রাষ্ট্রপতির মতো একজন আদিবাসী মহিলাকে সম্মান জানানো আমাদের কর্তব্য।এদিন হাওড়া স্টেশন পরিদর্শনে এসে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস ওই মন্তব্য করেন।

শনিবার বিকেলে প্রথমে তিনি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স ও পরে ওল্ড কমপ্লেক্স পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্লাটফর্মে রেলের ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট হ্যান্ডলুম স্টলেও যান তিনি। কথা বলেন কর্মীদের সাথে। এরপর আরপিএফ এর বিশেষ মহিলা বাহিনী সহেলি টিমের সদস্যদের সঙ্গেও কথা বলেন। ওল্ড কমপ্লেক্সে লোকাল ট্রেনে উঠে দেখেন ট্রেনের পরিচ্ছন্নতা আছে কিনা। তিনি জানান, মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে মহিলা আরপিএফ জওয়ানরা যা কাজ করছেন তা প্রশংসনীয়। এছাড়া ভারতীয় রেলের যেভাবে বিকাশ হচ্ছে তা অভাবনীয়। হাওড়া স্টেশন ও অন্যান্য জায়গা পরিদর্শন করে রেলের উন্নয়নের জন্য কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।