এই মুহূর্তে কলকাতা

রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হলেন বিধায়ক ডা: সুদীপ্ত রায়।

কলকাতা, ১০ নভেম্বর:- শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বর্ষীয়ান চিকিৎসক সুদীপ্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। প্রবীণ ওই চিকিৎসক আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতিরও সভাপতি পদে রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার তাঁকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি হিসাবেও নিয়োগ করেছেন। উল্লেখ্য রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচন দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। জুন মাসে কলকাতা হাইকোর্টের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের জন্য একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। সেইমতো গত ২৮ জুলাই কমিটি গঠিত হয়। তার প্রধান হিসেবেও মনোনীত হন সুদীপ্ত রায়।১৮ অক্টোবর মেডিকেল কাউন্সিলের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করে।