এই মুহূর্তে জেলা

ধর্ষকদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে বাংলায়, এভাবেই সরকারকে আক্রমণ বিজেপির মহিলা সভানেত্রীর।

হাওড়া, ৪ নভেম্বর:- “বাংলায় রেপিস্টদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে”, এমনই অভিযোগ করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। হাওড়ার জগৎবল্লভপুরে বয়স্কা আশ্রমিক মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে শুক্রবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে দেখতে এসে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কি চলছে গোটা পশ্চিমবঙ্গে? সারা বাংলায় গত তিন মাসে একশোর উপর ধর্ষণের ঘটনা ঘটেছে। জগৎবল্লভপুরের ঘটনায় অভিযুক্ত যুবক সুভাষ খাঁড়ার বিরুদ্ধে এর আগেও দু-দুটি এরকম ঘটনার অভিযোগ ছিল।

এর পূর্বে জনৈক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরকম একজন রেপিস্টকে কি করে ছেড়ে রেখে দেওয়া যায় আমজনতার মাঝখানে সেই নিয়ে আমরা প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা প্রশ্ন তুলছি। অবিলম্বে ওই অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা এই ঘটনা নিয়ে আদালত থেকে শুরু করে মহিলা কমিশনেও যাব। একজন আশ্রমিক মহিলা যিনি দেবতার ধ্যানজ্ঞান করেন সেরকম একজন মহিলার উপর রাত দুটো থেকে ভোর পর্যন্ত পাশবিক নির্যাতন চালানো হলো এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।