হুগলি, ৩ নভেম্বর:- দু বছর শোভাযাত্রা দেখা হয়নি, শোভাযাত্রা হতে দেয়নি করোনা।তাই দেখা হয়নি আলোর শহরের আলোর জাদু। অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হল। দশমীর সন্ধায় অন্ধকার নামতেই শুরু হল জগদ্বিখ্যাত জগদ্ধাত্রীর শোভাযাত্রা। যা দেখতে কাতারে কাতারে মানুষের ভীর জমল গঙ্গাপারের শহরের রাজপথে।
বোর তালাডাঙা, সরিষাপাড়া, উর্দিবাজারের জগদ্ধাত্রী একে একে এগিয়ে চলেছে তালডাঙা, পালপাড়া রোড, বিদ্যালঙ্কা বাগবাজার হয়ে জ্যোতিরমোরের দিকে। স্ট্রান্ড রোড উর্দিবাজার গঞ্জের বাজারে তখন থিকথিকে ভীর। রাত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে ভীর।