এই মুহূর্তে জেলা

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুট লিলুয়ায়।

হাওড়া, ২৯ অক্টোবর:- লিলুয়ার বামুনগাছি রোডে জনবহুল এলাকায় এক পাইকারি মুদি ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী যখন ব্যবসা শেষ করে দোকান বন্ধের পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই পিছন থেকে হেলমেট ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতি এসে তাঁর হাতের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে বামনগাছি ব্রিজের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানা এবং গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কয়েকটি সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে থাকলেও এলাকার অন্যান্য সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তবে দুষ্কৃতীদের এখনও সন্ধান পাওয়া যায়নি। ব্যবসায়ীর পরিবারের দাবি প্রতিদিনই রাত ৮:১৫ থেকে সাড়ে আটটার মধ্যে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। তার সঙ্গে ব্যবসার টাকাপয়সা, কাগজপত্র থাকে। অনুমান করা হচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যাগে ছিল। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত জনবহুল এলাকায় এমন ঘটনায়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে।