এই মুহূর্তে জেলা

উদ্বোধন হয়ে গেলো চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর।


হুগলি, ২৮ অক্টোবর:- চন্দননগরের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর। চন্দননগর স্ট্যন্ড রোডে শুক্রবার বিকেলে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। আবাসন ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস চন্দননগর কমিশনারের প্রধান অমিত পন্ডিত জাগলভি ও একাধিক পুলিশ কর্তারা। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো। মানকুন্ডু ও চন্দননগর মিলিয়ে মোট ২০২ পুজো হচ্ছে।

৬১ টি পুজো নিয়ে বিষর্জনের কার্নিভাল হবে। ২২৮গাড়ী থাকবে। প্রত্যেক জোনে অফিসার থাকবে। ফেরী ঘাটে বোট থাকবে। অ্যাম্বুলেন্স থাকবে। সাদা পোশাকে মহিলা পুলিশ থাকবে। পুলিশ পিকেটের দিকে নজর রাখা হয়েছে। কন্ট্রোল রুম এক্টিভ থাকবে। ৫০০সি সি টি ভি থাকবে।মোটর বাইক বেশী থাকবে… ভিড় অঞ্চলে স্যানিটাইজেশন করা হবে। থাকবে ৮ থেকে ১০ ড্রোন। জানালেন সি পি অমিত পণ্ডিত জাগালভি।