এই মুহূর্তে জেলা

কালী পুজোর ভাসানে যুগলকে মারধর, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ।

হাওড়া, ২৮ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে কালী পুজোর ভাসানের সময় হাওড়ার মন্দিরতলা এলাকায় এক যুগলকে মারধরের অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় একটি ক্লাবের ছেলেরা মারধর করে বলে অভিযোগ। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়া শিবপুরের বাসিন্দা এক তরুণী তার বন্ধুর সাথে বাইকে চেপে ওষুধ কিনতে বেরিয়েছিলেন। রাত তখন প্রায় সাড়ে দশটা। সেই সময় মালিবাগান এলাকায় কালী ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়েছিলেন একটি ক্লাবের সদস্যরা। ওই যুগল পাশ কাটিয়ে যেতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ক্লাবের ছেলেরা মারধর শুরু করে দুজনকেই। শ্লীলতাহানি করা হয় তরুণীর। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। নবান্নের কিছুটা দূরেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সিভিক পুলিশ থাকলেও কোনও সমস্যা মেটেনি। এই ঘটনায় অজয় ও বিজয় নামে দুজনের নাম উঠে আসছে।

তাদের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। কারণ শিবপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী করেছেন ওই যুগল ও পরিবারের সদস্যরা। ওই ঘটনা সম্পর্কে একজন বলেন, বোন এবং বোনের বন্ধুকে মারধর করেছে। ঘটনাটি ঠিক হয়নি। নবান্নের কাছে মন্দিরতলায় সেখানে পুলিশ ছিল। সেখানে পুলিশ ছিল। তা সত্বেও একজন কলেজ ছাত্রী ওষুধ কিনতে গাড়িতে করে যাচ্ছিল তখন এমন ঘটনা। এমন কি যারা তাঁদের বাঁচাতে গিয়েছিল তাঁদেরও মারধর করা হ্য বলে অভিযোগ। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাঁদের দাবি দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক। ঘটনা সম্পর্কে আরেকজন জানান, গতকাল এক বন্ধুর সঙ্গে ওষুধ কিনতে যাছিলেন। মন্দিরতলার কাছে তাঁদের মারধর করা হয়। ওই জায়গা দিয়ে প্রতিমা বিসর্জন হচ্ছিল। সেই পুজো কর্মকরতারা বলে দাঁড়ানোর জন্য। দাঁড়িয়ে পড়েন তাঁরা। কথা বলার সময় পিছন থেকে এসে মারধর করে। শুধু মারধর করেনি তাঁর পকেট থেকে টাকা, ফোন চুরি করে নিয়েছে। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। রাত ১১টা নাগাদ অভিযোগ করা হয়েছে। বন্ধুকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। এলাকার দুষ্কৃতিরা এই মারধর করেছে। প্রত্যেকেই অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। আমরা এর বিচার চাইছি।