এই মুহূর্তে কলকাতা

টেলিমেডিসিন প্রকল্পের আওতায় এবার নানাবিধ চিকিৎসা যুক্ত করা হচ্ছে।

কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্য সরকারের স্বাস্থ্যইঙ্গিত টেলি মেডিসিন প্রকল্পের আওতায় এবার গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ পেটের নানাবিধ রোগের চিকিৎসা যুক্ত করা হচ্ছে। মাত্র ১০ মাস আগে বাংলার বুকে চালু হয়েছে ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকেই টেলিমেডিসিনের সুযোগ পান। এখনও পর্যন্ত রাজ্যের গ্রামীণ ও শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে যাতে সেখানকার মানুষ তাঁদের বাড়ির কাছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে টেলিমেডিসিনের পরিষেবা পান রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও সরকারি স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে। আর সবটাই বিনামূল্যে। এই পরিষেবায় এতদিন গ্যাস্ট্রোএন্টেরোলজি ছিল না। এবার সেই সুবিধাও জুড়ে গেল এই প্রকল্পের সঙ্গে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, জেনারেল মেডিসিন, প্রসূতি রোগবিদ্যা, শিশুরোগ, চর্মরোগ, চক্ষুরোগ, মানসিক রোগ, নাক-কান-গলার চিকিৎসার ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবা আগেই শুরু হয়েছিল। চলতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ক্যান্সারের মতো রোগের চিকিৎসা এবং স্নায়ুরোগের চিকিৎসার ব্যবস্থাও স্বাস্থ্যভবন করে দিয়েছে। তাতে মানুষ যেমন উপকৃত হয়েছেন, তেমনই বেড়েছে টেলি মেডিসিনের চাহিদা। এবার চালু হচ্ছে পেটের রোগের চিকিৎসা। বাংলার কোটি কোটি মানুষ পেটের নানা সমস্যায় ভোগেন। এবার তাঁরা এই সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন। রাজ্যের অন্যতম বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র এসএসকেএম হাসপাতালের মাধ্যমে বাংলার মানুষকে ওই পরিষেবা দেওয়া হবে।