কলকাতা, ২৪ অক্টোবর:- কালীপুজোর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বললেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে।
প্রশাসন সবরকমভাবে প্রস্তুত। আপনারা সাবধানে উৎসব করুন।”মুখ্যমন্ত্রী আরও বলেন,সাইক্লোন বাংলাদেশের দিকে চলে গেছে৷ আজ রাত ১২’টায় ওখানে ল্যান্ডফল হবে। বাংলায় হালকা বৃষ্টি হবে। সবাইকে অনুরোধ এখনই বাড়ি ফিরবেন না, আপনারা যে রিলিফ সেন্টারে আছেন আজ রাতটুকু ওখানেই থাকুন। সরকার যা ব্যবস্থা নিয়েছে সেটা মেনে চলুন। সতর্কতা মুলক ব্যবস্থা জারি থাকবে। সবাই দেখে নেবেন ঝড় বৃষ্টি হলে বেরোবেন না৷ আবহাওয়া কাল থেকে ভালো হবে।