এই মুহূর্তে কলকাতা

মাটির খোল নয় , এবার বিপদ এড়িয়ে সুতোর খোলে ব্যবহার তুবড়িতে।

কলকাতা, ২৩ অক্টোবর:- ২০১৯, কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত্যু হয় শহরের দুই শিশুর। বাতিল করা হয় তুবড়ি তৈরিতে ব্যবহৃত মাটির খোল। পরিবর্তে ব্যবহার শুরু হয় কাগজের খোল। যদিও সম্পূর্ন রকম বিপদ এড়িয়ে যাওয়ার জন্য এবার শহরের এক বাজী প্রস্তুত কারক তুবড়ি তৈরিতে ব্যবহার করলেন সুতোর খোল।জা কিনা একেবারে বিপদহীন। কারণ হিসেবে প্রস্তুত কারক জানাচ্ছেন এতটাই মোটা হয় সুতোর খোল জা তাপ পেলেও ফাটবে না। কলকাতার বাজী বাজার গুলিতে আগত ক্রেতারা নির্দ্বিধায় আস্থা রাখছেন এই তুবড়িতে।২০১৯ দীপাবলির রাতে হরিদেবপুর এলাকার বছর পাঁচেকের আদি দাস পরিবারের সঙ্গেই বাড়ির সামনেই বাজী ফাটাচ্ছিলো।একটি তুবড়ি তে আগুন দেওয়া হলে সেটি না জ্বলতে দেখে কিছু বাদে দ্বিতীয় বার আগুন দিতে গেলে সেটি বিস্ফোরণ হয়।

খোলার একটি টুকরো গলার কাছে বিধে যায় আদির। পড়ে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় বছর ৫এর ছোট্ট আদিকে। অন্য প্রান্ত অর্থাৎ কসবায় এক যুবকের মৃত্যু হয় এই তুবড়ি ফেটেই, মৃতের নাম দীপ কোলে। ফলে তুবড়ি নিয়ে সতর্ক প্রশাসন একই সঙ্গে সজাগ বাজী ব্যবসায়ীরা। ইতিমধ্যেই উত্তর কলকাতার টালা পার্কে বাজী বাজারে মাটির খোলার তুবড়ি বিক্রি করার অপরাধে বন্ধ করে দেওয়া হয়েছে সেই দোকান।বাজেয়াপ্ত করা হয়েছে তুবড়িগুলি। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থানগুলিতে বেআইনি মাটির তৈরী তুবড়ি জাতে বিক্রি না হয় তার জন্য ধরপাকড় করছে পুলিশ।এই অবস্থায় আস্থা ভরসা যোগাচ্ছে এই সুতোর খোলে তৈরি পরিবেশ বান্ধব তুবড়ি।